

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চড়াইকোল কাদেরের বাড়ির সামনে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী নন্দলালপুর ইউনিয়নের সদরপুর মাঠপাড়া নজরুল ইসলামের ছেলে রাসেল (২৫)।
প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে, সকাল ১০ টার দিকে কুমারখালী অভিমুখী মাদারীপুর ন- ০০০৭ নাম্বারের একটি পিকআপ ভ্যানের সাথে কাদেরের বাড়ির সামনে মোটরসাইকেল আরোহী রাসেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপ ভ্যানের নীচে রাসেল চাপা পড়লে চালক গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। এবং রাসেলকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেবার পথে মারা যায়।
এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, পিকআপ ভ্যান জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ড্রাইভার পালিয়ে গেছে। লাশ পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।













