
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া কুমারখালীতে কুমারখালিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল সকালে উপজেলার চাপড়া ইউনিয়নে গড়াই নদী (মাছ-উদ রুমী সেতুর নিচ) থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর এ-আলম এ কারাদন্ড দেন। দীর্ঘদিন ধরে কিছু অসাধু বালু ব্যবসায়ী অবৈধভাবে গড়াই নদী (সৈয়দ মাছ-উদ রুমী সেতুর পাশ) থেকে বালু উত্তোলন করে বিক্রয় করে আসছিল। এতে করে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের সৈয়দ মাছ-উদ রুমী সেতু, হার্ডিঞ্জ ব্রিজ ও নদী পাড়ের কৃষি জমি বিলীন হওয়ার ঝুঁকি ছিল।
এরই জের ধরে গতকাল সকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১০ এর (৫) ক ধারায় দুই জনকে ১৫ দিনের এবং অন্য দুইজন কে ১০ এর (৪) গ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের হাকিম। ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তরা হলেন নাটোর জেলার সিংড়া উপজেলার বিলগ্রাম এলাকার মজিবর রহমানের ছেলে আরমান (২৫), কুষ্টিয়া কুমারখালী উপজেলার বাঁশ আড়া গ্রামের আঃ রাজ্জাকের ছেলে সাজমুল ইসলাম (২০), ভেড়াামারা উপজেলার গোলাপনগর গ্রামের জয়নাল হোসেন ব্যপারির ছেলে সাইফুল ইসলাম (২২) ও কুমারখালী উপজেলার বাঁশ আড়া গ্রামের করিম আলীর ছেলে জাহাঙ্গীর (২০)। এসময় অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং সব পাইপ কেটে নষ্ট করা হয়। আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।