

বেনাপোল প্রতিনিধি :
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার সময় বিজিবি-বিএসএফের উপস্থিতিতে ওই দুই নারীকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফেরত আসা ওই দুই নারী গোপালগঞ্জের কাশিয়ানী থানা ও ঢাকার গেণ্ডারিয়া থানার বাসিন্দা।
ফেরত আসা নারীরা জানান, দালালের খপ্পরে পড়ে প্রায় আড়াই বছর আগে তাঁরা ভারতে পাচার হন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি কামরুজ্জামান বিশ্বাস বলেন, ভারতীয় ইমিগ্রেশন পুলিশ দুই নারীকে আমাদের কাছে হস্তান্তর করেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।