কুষ্টিয়া পিবিআইতে প্রেস রিলিজ বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি :

 

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) প্রেস রিলিজ বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এতে আশা করা হয়েছে মিডিয়ার মাধ্যমে পুলিশের সঙ্গে জনগণের সম্পর্কের আরও উন্নতি হবে।

 

কুষ্টিয়া পিবিআই কার্যালয়ে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ‘প্রেস রিলিজ গাইডলাইনস ও ভিডিও এডিটিং’ শিরোনামে ওয়ার্কশপ শুরু হয়।

 

কুষ্টিয়া পিবিআইয়ের পুলিশ সুপার শহীদ আবু সরোয়ারের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মো. জাহিদুজ্জামান।

ভিডিও এডিটিং বিষয়ে আলোচনা করেন একাত্তর টিভির ক্যামেরা পারসন কোহিনুর ইসলাম। কীভাবে প্রেস রিলিজ ও ভিডিও তৈরি করলে মিডিয়ার জন্য উপযোগী হবে তা তুলে ধরেন তারা। ওয়ার্কশপে অংশ নেন কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার পিবিআইয়ের চারজন ইন্সপেক্টরসহ মোট ২০ জন পুলিশ কর্মকর্তা।

 

ওয়ার্কশপে পুলিশ সুপার শহীদ আবু সরোয়ার বলেন, মামলার তদন্তে পুলিশের সাফল্যগাথা গণমাধ্যমে প্রচারের মাধ্যমে অপরাধপ্রবণতা কমে আসবে। এর মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে পিবিআইয়ের সম্পর্কের উন্নতি হবে বলেও আশা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *