ঝিনাইদহে সাইবার সেলের অভিযানে উদ্ধার ৯৬টি মোবাইল ও টাকা

ডিপি ডেস্ক :

 

ঝিনাইদহে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল-এর অভিযানে হারিয়ে যাওয়া ৯৬টি মোবাইল ফোন ও ৯৩ হাজার ৬২৮ টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

এছাড়া সাইবার বুলিংয়ের শিকার ১৯ জনকে সহায়তা এবং ১৩ জন ভিকটিমকে উদ্ধার করেছে সাইবার সেল।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, জেলায় অনলাইনে সংঘটিত বিভিন্ন অপরাধ দমন করতে সাইবার সেল কাজ করছে। প্রযুক্তির উন্নয়নের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ সহজ হলেও তার অপব্যবহার করে অনেকেই অপরাধে জড়াচ্ছে। বিশেষ করে নারী, কিশোর ও কিশোরীরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে।

তিনি জানান, ঝিনাইদহ সাইবার সেল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত পেট্রোলিং করে থাকে। তারা ক্লুলেস মার্ডার, ডাকাতি, বিকাশ প্রতারণা, অনলাইন জুয়া, হারানো মোবাইল ফোন উদ্ধার, সাইবার বুলিংসহ বিভিন্ন অপরাধ দমনে কাজ করছে।

সাইবার সেলের টেকনিক্যাল সহায়তায় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে হারিয়ে যাওয়া ৯৬টি মোবাইল ফোন ও মোবাইল ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতারিত হয়ে হাতিয়ে নেওয়া ৯৩ হাজার ৬২৮ টাকা উদ্ধার করা হয় এবং সেগুলো মালিকদের মাঝে ফেরত দেওয়া হয়।

সাথে সাথে ১৯ জন সাইবার বুলিংয়ের শিকারকে সহায়তা ও ১৩ জন ভিকটিমকে নিরাপদে উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *