দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান সোহান (২০) ও তার বন্ধু সোলাইমান হোসেন জয় (২১) নিহত হয়েছেন।
শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার হোসেনাবাদ বাজার এলাকায় স্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিং গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
সোহান দৌলতপুর উপজেলার বাহিরমাদী গ্রামের গোলামুর রহমান কালু মন্ডলের ছেলে এবং সোলাইমান হোসেন জয় একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
জানা যায়, উপজেলার হোসেনাবাদ বাজার এলাকায় স্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিং গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহান ও তার বন্ধু জয় আহত হন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জয় মৃত্যুবরণ করেন। অন্যদিকে সোহানের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাজবাড়ীতে তার মৃত্যু।
সোলাইমানের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অন্যদিকে সোহানুর রহমান সোহানের মরদেহ নিয়ে আসা হচ্ছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যর বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান।