
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দামুড়হুদা মডেল থানার এস আই মিল্টন সরকার (৩০) নিহত হয়েছেন। রবিবার রাত পৌনে ১০টার দিকে দামুড়হুদা অদুদ শাহ ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিল্টন সরকার বরিশালের ঝালকাঠি জেলার নলছিটি থানার রানাপাশা গ্রামের সুভাস চন্দ্র সরকারের ছেলে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, এক কন্যা সন্তানের জনক মিল্টন সরকার সড়কে ডিউটি জয়রাপুরের দিকে যাওয়ার সময় দর্শনা-চুয়াডাঙ্গা সড়কের দামুড়হুদা অদুদ শাহ ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে সে সড়কের ওপর ছিটকে ট্রাকের নিচে পড়ে।
এতে তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়। থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।