সারা দেশব্যাপী ধর্ষণ ও শিশু নির্যাতনের প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি : দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ফেয়ার কুষ্টিয়ার আয়োজনে বুধবার শহরের পাবলিক লাইব্রেরির সামনে সর্বাত্নক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম সভাপতিত্বে ও কাজী আরেফ স্মৃতি সংসদের আহবায়ক
কারশেদ আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কবি ও লেখক আলম আরা জুঁই,
সাংস্কৃতিক ব্যক্তিত্ব কনক চৌধুরী, মানবাধিকার সংগঠক দেওয়ান আক্তারুজ্জামান, বাসদের আহবায়ক কমরেড শফিউর রহমান শফি, সাংবাদিক হাসান আলী, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক শরিফ বিশ্বাস,মানবাধিকার কর্মী তাজনিহার বেগম তাজ, সিডিএলর ট্রাস্টি আক্তারি সুলতানা, কবি আসমা আনসারি মিরু, শিক্ষক আমিরুল ইসলাম, প্রত্যয় যুব সংঘের সভাপতি এস এম সুমন প্রমুখ।
বক্তাগন বলেন সাম্প্রতিক সময়ে ধর্ষন ও নারীর প্রতি সহিংসতা ব্যাপক ভাবে বেড়েছে। পূর্ববর্তী ঘটনাগুলোর বিচার না হওয়া এর জন্য দায়ী। এটি প্রতিরোধে কঠোর আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন প্রয়োজন।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক মানুষ সংহতি প্রকাশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *