কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন।
এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃণাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আতিকুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান, পৌর প্যানেল মেয়র মতিয়ার রহমান মজনু, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাঃ মোসাঃ নূরুন-নাহার বেগম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ তাপস কুমার সরকারসহ চিকিৎসক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।