২০ ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

নিউজ ডেস্ক:

 

আগামী ২০ ডিসেম্বর থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে আবারও পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সভাপতি তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

জানা যায়, গত ২ নভেম্বর মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের কারণে কক্সবাজারের টেকনাফ সীমান্তে আতঙ্ক বিরাজ করে। এমন পরিস্থিতিতে টেকনাফ-সেন্টমার্টিন সমুদ্রপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় দুই মাস পর পরিস্থিতি স্বাভাবিক থাকায় জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের সংবাদে দ্বীপের মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে পড়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ ডিসেম্বর টেকনাফ থেকে সেন্টমার্টিন পর্যটকরা পা রাখবেন।

 

স্কোয়াবের সভাপতি তোফায়েল আহমে বলেন, নদীর নাব্যসংকট ও মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের কারণে টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তাই বিকল্প উপায়ে কক্সবাজার থেকে জাহাজ চলাচল করা হচ্ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক থাকায় ফের জাহাজ চলাচলে অনুমতি পেয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *