

চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রশিদ (৩৫) নামে এক মোটরসাইকেলের চালকের মৃত্যু হয়েছে।
১২ মে, রবিবার সকাল ১০টার দিকে জেলা শহরের বুজরুকগড়গড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আব্দুর রশিদ চুয়াডাঙ্গা শহরের বুজরুকগড়গড়ি এলাকার মোজাম্মেল হকের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে আব্দুর রশিদ বাড়ি থেকে বের হয়ে শহরের কেদারগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা এক ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলে ধাক্কা লেগে পিছনের চাকায় পিষ্ট হন তিনি।
স্থানীয়রা আব্দুর রশিদকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।









