খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ায় খোকসায় অর্পিতা দাস বৃষ্টি (১৫) নামে এক স্কুল ছাত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অর্পিতার সৎ মামাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার কাদিরপুর গ্রামের তার নিজ কক্ষ থেকে বৃষ্টির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃষ্টি খোকসার কাদিরপুর এলাকার গৌতম কুমার দাসের মেয়ে এবং শমসপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
খোকসা থানার ওসি মজিবর রহমান জানান, বিকালে কাদিরপুর গ্রামের স্কুল ছাত্রী অর্পিতা দাস বৃষ্টিকে তার কক্ষে তালাবদ্ধ দেখে পরিবারের লোকজনের সন্দেহ হয়। বিষয়টি পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ তালা ভেঙ্গে ঘরের মেঝে থেকে বৃষ্টির মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, নিহত বৃষ্টির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে হাতুড়ি জাতীয় কোন বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। এ ঘটনায় কুমারখালী এলাকা থেকে নিহতের সৎ মামা প্রদীপকে আটক করা হয়েছে।