ফরিদপুরে সেবক ব্রহ্মচারীকে আত্মহত্যা প্ররোচনায় মামলা, আটক ৩

ফরিদপুর প্রতিনিধি : ‘কলঙ্ক মৃত্যুর সমান’ ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে আত্মহননকারী ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গনের সেবায়েত বন্ধু সেবক ব্রহ্মচারীকে (প্রকৃত নাম শৈলেন বর্মন) সমাধিস্থ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ফরিদপুর শ্রীঅঙ্গনেই তাকে সমাধিস্থ করা হয়।

এ দিকে এ আত্মহননের ঘটনার জন্য ফরিদপুর কোতয়ালী থানায় দায়ের করা ‘আত্মহত্যার প্ররোচনার’ মামলায় ওই শ্রীঅঙ্গনের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিজ্ঞান বন্ধু ব্রহ্মচারী (প্রকৃত নাম বিপ্লব কুমার সেন) সহ তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সম্পাদকের সাথে নীতিগত বিরোধের জের ও দুই নারীকে দিয়ে চরিত্রগত অভিযোগ দেওয়ার ঘটনায় বন্ধু সেবক গত সোমবার ভোর রাতে শ্রীঅঙ্গনের নিজ কক্ষে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে ‘‘জীবনের শেষ লেখা শেষ কথা” শীর্ষক স্ট্যাটাস দেন বন্ধু সেবক।

ওই স্ট্যাটাসে তিনি লেখেন, এ ভাবে পৃথিবী ছেড়ে যাবার কথা ছিল না। পরিস্থিতির কারণে যেতে হচ্ছে। কলঙ্ক মৃত্যুর সমান মনে করি। এর জন্য দায়ি শ্রী অঙ্গন মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক বিজ্ঞান বন্ধু (৪৮) । তারই ষড়যন্ত্রের শিকার হয়েছি। দুই নারীকে আমার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে।

ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, বন্ধু সেবকের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেফতার করা হয়েছে ফরিদপুর শ্রীঅঙ্গনের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিজ্ঞান বন্ধু এবং দুই নারীকে। মঙ্গলবার দুপুরে তাদের প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে জেলার মূখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়। আদালত রিমান্ডের শুনানির তারিখ পরে নির্ধারণ করার ঘোষণা দিয়ে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

উল্লেখ্য, গত সোমবার সকালে শ্রী অঙ্গনের পাঁচ তলা ভবনের পঞ্চম তলায় ওই বন্ধু সেবকের মরদেহ তার নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *